LYRIC
নির্ঘুম রাত, নিশ্চুপ চারিদিক।
কেটে যায় সময়,
আজো একা এই আমি।
মিথ্যে অভিনয়ে,
ঘিরে রেখেছিলে এই আমায়।
চাইনা আর আমি
এই মিথ্যে তোমায়।
‘স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে যায়,
বদলায়না কোনো দিন বাস্তবতায়।
কষ্টগুলো জমে রয় শুধু
একাকী নীরবতায়’
না আমি চাইনা তোমাকে।
চাইনা কোনো মিছে আশা।
চাইনা আর তোমার
মিথ্যে ভালোবাসা।
না আমি বৃষ্টি দেখবো না।
আমি তোমায় ছোবো না।
শত মিথ্যে রঙে
আর কোনো ছবি আঁকবো না।
ভাবিনি কখনো এই আমি
চলে যাবে আমায় ছেড়ে
দূরে বহুদূরে।
কেটে গেছে কতদিন – কতরাত।
তোমার আশায়
মিথ্যে প্রহর গুনে।
না আমি চাইনা তোমাকে।
চাইনা কোনো মিছে আশা।
চাইনা আর তোমার
মিথ্যে ভালোবাসা।
না আমি বৃষ্টি দেখবো না।
আমি তোমায় ছোবো না।
শত মিথ্যে রঙে
আর কোনো ছবি আঁকবো না।
No comments yet