LYRIC
Comments
Translated Version
বেলা শেষে ক্লান্ত পাখি ফিরে যায় নীড়ে,হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে তুমিও আসবে ফিরে,
আজ কাল পরশু নয় যখনি মনে হয়,
এসো আগের ঠিকানায় রেখো না সংশয়…
তোমার দেয়া সব উপহার স্মৃতি হয়ে আজও কথা বলে
বন্দী শিখার মতো বুকে ব্যাথার আগুন শুধু জ্বলে,
জীবন তাই মূল্যহীন তুমি কাছে নেই বলে,
আজ কাল পরশু নয় যখনি মনে হয়
এসো আগের ঠিকানায় রেখো না সংশয়,,,,
তোমার প্রিয় গানগুলো সেই যখনি আমার মনে পড়ে
মগ্ন হয়ে কল্পনাতে হারানো দিনে যাই ফিরে,
প্রথম প্রেম কখনও কেউ পারে নাকি যেতে ভুলে
আজ কাল পরশু নয় যখনি মনে হয়
এসো আগের ঠিকানায় রেখো না সংশয়,,,,,,
বেলা শেষে ক্লান্ত পাখি ফিরে যায় নীড়ে,
হৃদয়ে বিশ্বাস রেখেছি ধরে তুমিও আসবে ফিরে,,,,,
No comments yet