LYRIC
Comments
Translated Version
আমারে লয়ে কি খেলা খেলিছ, প্রতিটি পিয়াসী ক্ষণহে গোপন তুমি মোর অশ্রু জলের ধন।।
আজিকে শ্রাবণ কাঁদে গহন রিক্ত রাতে
সুরের অতীত কোন সুরে বাজে, তোমার বীণার আলাপন।।
জানি তবু প্রেম অসীম ক্ষমায় আমারে ক্ষমে
চিত্ত আমার তোমারে যে প্রণমে
বাঁধিয়া অলখ ভোরে, কেন কেন রাখ দুরে মোরে
কেন তোমায় প্রাণের বিরহেরে জাগাও আমার প্রাণের আলোড়ন।।
No comments yet