LYRIC
Comments
Translated Version
(শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা তো হয়ে গেলেন।এদিকে বিরহ দশায় পড়ে আছেন শ্রীমতি রাধা রাণী। রাধা রানীর এই অবস্হা দেখে তার সখির কাছে জানলেন যে তিনি আবার কবে বৃন্দাবনে ফিরে আসবেন।তো দেখা করে ফিরে এসে দেখে;এ কি আশ্চর্য! শ্রীরাধিকা কুঞ্জে বসে অনর্গল ইংরেজি বলছে।ইংরেজিতে বিলাপ করছে।বিলাপ করে শ্রীকৃষ্ণের উদ্দ্যেশে বলছে)I am for you
very sorry
আমার golden body
হল কালী-
আমারে fraud করে,
প্রাণকৃষ্ণ কোথায় গেলি(২)
আমারে fraud করে
I am for you
very sorry(2)
আমার Golden body
হল কালী(2)
আমারে fraud করে।
My dear dearest,
মধুপুরে গেলে কেষ্ট(2)
বলো এক্ষণ how to rest(2)
শোন dear বনমালী।
আমারে fraud করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি
আমারে fraud করে।
(আমরা)Poor creature
Milky girl(গোয়ালিনী)(2)
তাদের breast-এ মারলি শেল(2)
Nonsense তোমার নাইকো আক্কেল(2)
Breach of contract করে গেলি।
আমারে fraud করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি
আমারে fraud করে।
লম্পট শঠের fortune খুলল,
ঐ মথুরাতে king হল,
uncle কংসের প্রাণ নাশিল(2)
কুব্জা রাণী পেলে ডালি।
আমারে fraud করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি
আমারে fraud করে।
শ্রীনন্দের boy young lad,
হেরি crooked mind hard(2)
কহে RC the Bird
কহে রুপচাঁদ পক্ষী
(বলি Half English half Bengali)
আমারে fraud করে
প্রাণকৃষ্ণ কোথায় গেলি
আমারে fraud করে
I am for you
very sorry(2)
আমার golden body
হল কালী
আমারে fraud করে(3)
No comments yet