LYRIC
Comments
Translated Version
আমার হৃদয় নিয়ে আর কতকাল বল কাছে এসে দূরে দূরে থাকবে,মনের সুরভীটুকু মনেই লুকায়ে তুমি রাখবে ||
চম্পকবনে শোন বাতাসেরা কি যে কয়ে যায়,
এমন প্রহরগুলি অকারণে কেন বয়ে যায়,
লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বল ডাকবে।।
তখন হয়ত আমি হারায়ে গিয়েছি কোন সুদূরে
হয়তো কাজল মেঘ ছড়ায়ে ওই রয়েছে আকাশ জুড়ে |
দু’জনার মন যদি দু’জনারে কাছে পেতে চায়,
রাত্রি নামেই যদি নামুক না কি বা আসে যায়?
মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে?
No comments yet