LYRIC
Comments
Translated Version
আলো-ছায়া-দোলা উতলা ফাগুনে বনবীণা বাজেপথচারী অলি চলে যেথা কলি জাগে মধু লাজে।
মৃদু ফুলবাসে সমীর নিশাসে
অজানা আবেশ ধীরে ভেসে আসে আজি হিয়া-মাঝে ।
দোলে লতা-বেণী, সাজে বন-পরী,
বাঁধে ফুল-রাখী বুঝি মোরে স্মরি ;
চারুদিঠি তার, ডাকে অনিবার
এ শুভ লগনে আজিকে কেমনে রহি আন কাজে?
No comments yet