LYRIC
Comments
Translated Version
তুমি আমার চোখে চেয়েআশার প্রদীপ জ্বেলেছিলে
হাতে হাত রেখে বলেছিলে
চিরদিন আমার হয়ে থাকবে
আমিতো সেই দিন থেকে
তোমার পথ চেয়ে থেকে
ভালোবাসার স্বপ্ন দিয়ে
তোমাকে আমার করে নিলাম
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ জ্বেলেছিলাম…
আহহহহহহহ… ওহহো…
তখন একদিন তুমি বললে
তোমায় ভুলে যেতে
হারিয়ে গেলে আমার থেকে
কারো আশার প্রদীপ জ্বেলে দিয়ে
আমিতো সেইদিন থেকে
তোমার আশায় থেকে
নিরাশায় ফিরে গেলাম
তোমার সৃতি বুকে নিয়ে
কত স্বপ্নের মাঝে হারিয়ে গিয়ে
আশার প্রদীপ নিভে দিলাম…
আহহহহহহহ… ওহহো….
No comments yet