LYRIC
Comments
Translated Version
এই কি পৃথিবী সেই।যেথায় আশার আলো ছলনা করে
চোখের পাতায় কান্না যে শুধু ঝরে
তবু কি মমতা পৃথিবীর বুকে নেই।।
উপরে আলোর দুরন্ত শুদু খেলা
নিচে মানুষের হাহাকার সারাবেলা
অন্তবিহীন ব্যথা শুধু ছড়াতেই।।
বোঝনি কি তুমি নিজেকে কাঁদাও নিজে
আঁধার যে রয় প্রদীপ শিখার নিচে।
কতদিন আর শুধে যেতে হবে দেনা
প্রাণের মূল্যে জীবনের বেচা-কেনা
অশ্রু সাগরে দু’টি চোখ ভরাতেই।।
No comments yet