LYRIC
Comments
Translated Version
এখনো মাঝে মাঝেমাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছ ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
এই রাত সেই রাত
কেটে গেছে কতরাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই প্রাণ এই মন
কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
No comments yet