LYRIC
Comments
Translated Version
স্তব্ধ নিঝুম ঘুমিয়ে গেছে এ শহরব্যস্ত পথে থেমে গেছে সব কোলাহোল
জেগে একা আমি আর সাথে মোর এ সময়
বৃষ্টি ভেজা পথ মোর একাকী সাথী হায়
নিয়ন আলো ঝিমিয়ে পরা এ পথে
নীল বেদনা জড়িয়ে আছে আমাকে
হারালে কোথায় কুয়াশা হয়ে কোন আধারে
নিদ্রাবিহীন ক্লান্ত এ দু’চোখ খুজেছে
যতদুরে থাকো না আমাকে ছেড়ে
হারাতে দেবোনা বেদনার সুরে
থেমে যায় এ সময়
No comments yet