LYRIC
Comments
Translated Version
ও পাখিতারে বলে দিস
আমার দুচোখে ধারা আর বাধা মানে না
কেমনে কাটাই দিনেরাত
প্রিয় বিনা
হায়
যেদিন সেতো গেল চলে
জানি না ঘুম কারে বলে
ও পাখি
পাখি আর অন্য কারো কথা শুনে না
ও পাখি
তারে বলে দিস
আমার দুচোখে ধারা আর বাধা মানে না
কেমনে কাটাই দিনেরাত
প্রিয় বিনা
হায়
No comments yet