LYRIC
Comments
Translated Version
কতো আশা নিয়ে তুমি এসেছিলেকত ভালবাসা নিয়ে তোমারই হলাম
কেন পেয়ে তবু হারাতে হোলো
সাথে যেতে যেতে পিছে রয়ে গেলাম।।
দুটি চোখে ভরানো সোনার স্বপন
পাখী গানে ভেসে গেলো ভাগ্য এমন
শুধু পথই জানে কি যে অপরাধে
তুমি থকতে আমি একা হয়ে গেলাম।।
আজি বুকে করে ঝরা মালা তোমার
ভাবি কোনও দিনও দেখা হবে কি আর।
তুমি বোঝোনি কি অসহায় ব্যথায়
অবসাদ ঘিরে যে রয়েছে যে আমায়
মিছে ভুল বুঝে ফিরে দেখলে না গো
আমি সারাজীবন ব্যথা বয়ে গেলাম।।
No comments yet