LYRIC
Comments
Translated Version
কথা নয় মুখে মুখেকথা হবে মনে মনে
কথা নয় মুখে মুখে
কথা হবে মনে মনে
দূরে কাছে…. যত বন্ধু আছে…
কথা আছে…
কথা আছে তোমার সনে…
কথা হবে পথে,
কথা হবে বিপথে,
কথা হবে নিরজনে।
কথা হবে পথে,
কথা হবে বিপথে,
কথা হবে…
ও নিরজনে…
দূরে কাছে… যত বন্ধু আছে…
কথা আছে…
কথা আছে তোমার সনে…
কথা হবে চোখে,
কথা হবে গোপনে,
কথা হবে প্রাণ খুলে।
কথা হবে চোখে,
কথা হবে গোপনে,
কথা হবে…
ও… প্রাণ খুলে।
দূরে কাছে… যত বন্ধু আছে….
কথা আছে…
কথা আছে তোমার সনে…
কথা নয় মুখে মুখে
কথা হবে মনে মনে
কথা নয় মুখে মুখে
কথা হবে মনে মনে
দূরে কাছে…. যত বন্ধু আছে…
কথা আছে…
কথা আছে তোমার সনে…
কথা আছে…
কথা আছে… তোমার সনে…
কথা আছে… কথা আছে…
কথা আছে তোমার সনে…
কথা আছে………….।
No comments yet