LYRIC
Comments
Translated Version
কুহুর কবিতা পৃথিবী যে ওই শোনেবনের ফাগুন জেগে ওঠে যেন মনে
সেই সুর মোর অনুভোবে খুঁজে পাই
তুমি শোনো আর আমি শুধু গান গাই।
কুঞ্জবাসরে বকুল বঁধুর কানে
মৌ প্রিয়া ওই সুরেরি মন্ত্র আনে
মোর গানে আজ তুমি ছাড়া কেহ নাই
আমি গাই গান তুমি শুধু শোনো তাই
বাতাস রাখাল বাঁশিটিরে ভরে সুরে
তাই শোনে রাত তারা দীপ জ্বালে দূরে
মোর গান আজ তারি যে প্রেরণা চায়
তুমি শোনো ওগো আমি শুধু গান গাই।
তটিনীর স্রোত সুরের স্বপন ভরে
তটের পরাণ সে শুধু মুগ্ধ করে
তারি ‘পরে মোর সুরের খেয়াটি বাই
আমি গাই গান তুমি যেন শোনো তাই।
No comments yet