LYRIC
Comments
Translated Version
কেউ কেউ কেঁদে যায় জীবনের বেশিটাইকারো কারো সুখ বড় অল্প,
এ তো আর কারো নয়
এ আমার জীবনের গল্প;
এ আমার কান্না হাসির গল্প,,,,
কিছু কিছু ব্যাথা থাকে কাউকে বোঝানো যায় না,
কোনো কোনো ভালোবাসা
যেনো এক ভেঙে যাওয়া আয়না,
সীমাহীন চাওয়া তবু
কারো কারো পাওয়া বড় অল্প;
এ আমার কান্না হাসির গল্প,,,,
কেউ কেউ আশা করে কষ্ট পায় হয়তো
এ বুকের যন্ত্রনা তোমার বোঝার কথা নয়তো,
সীমাহীন চাওয়া তবু
কারো কারো পাওয়া বড় অল্প;
এ আমার কান্না হাসির গল্প,,,,
কেউ কেউ কেঁদে যায় জীবনের বেশিটাই
কারো কারো সুখ বড় অল্প,
এ তো আর কারো নয়
এ আমার জীবনের গল্প;
এ আমার কান্না হাসির গল্প,,,,
No comments yet