LYRIC
Comments
Translated Version
খুলে দেখ মনটাজন প্রতি জনটা
যারে ছুটে যা পথে ঘাটে
কাছে দূরে দিনটা
চলে যাবে প্রানটা
যারে নেমে যা নিশিরাতে
বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।
নয়ন গেলো রুপের পানে,
প্রানযে গেলো মনের টানে
হাত বাধিবে,
পা বাধিবে তোর
মন বাধিবে কে রে আপন মনে
বুকের প্যান্ডেলে হ্যাজাক বাতি…
যৌবন আজ জ্বলছে….
মঞ্চে আলোর পাগলা নাচন দুলছে ভূবন
দুলছে দুলছে!!!!
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি
সঙ্গী-সাথী যাক দূরে চলে যাক
কলঙ্ক ভয় নিসনা মনে
বিনামূল্যে বিকিয়ে দে রে
সদাই দূরের দূর টানে
বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।
খুলে দেখ মনটা
জন প্রতি জনটা
যারে ছুটে যা পথে ঘাটে
কাছে দূরে দিনটা
চলে যাবে প্রানটা
যারে নেমে যা নিশিরাতে
বুকের পেন্ডেলে হ্যাজাক বাতি
যৌবন আজ জ্বলছে
মঞ্চে আলোর পাগলা নাচন
দুলছে ভূবন, দুলছে দুলছে।
অন্তরে, পথে ঘাটে, প্রান্তরে নিশিরাতে চল সবে প্রেম ধরে আনি।।।।
অন্তরে…
পথে ঘাটে…
প্রান্তরে…
নিশিরাতে….
চল সবে প্রেম ধরে আনি….
No comments yet