LYRIC
Comments
Translated Version
ঘুম রঙের উপহারঅপেক্ষা কত আর
জোনাকিদের পোশাকে
কথা গুলো আজ আবার
দিয়ে যাও না
আজ আবার দিয়ে যাও না
আজ আবার
স্বপ্নের এই পোস্ট অফিস
ঠিক চোখের ভুল হদিস
চিঠিরা বিছানায় খোলা চুলের অন্ধকার দিয়ে যাও না
ঐ অন্ধকার দিয়ে যাও না
ঐ অন্ধকার
তোমাকে একবার ছুয়ে বোঝাতে চাই
চেনা গান জলে ধুয়ে বোঝাতে চাই একবার
ঐ অন্ধকার একবার
দিয়ে যাও না ফিরে তাকানোর একরোখা সব দুঃসাহস
দিয়ে যাও না যত স্বপ্নকে ভেঙে পালটে ফেলায় দোষ
দিয়ে যাও না তোমার ঐ রুমালে লেখা যত নাম
দিয়ে যাও বেচে থাকাটা
দাও দিয়ে যাও
দিয়ে যাও
রাস্তাঘাট বৃষ্টি খুব
নীল জলে একলা ডুব
বন্দরহীন জাহাজে মাস্তুলের অধিকার
দিয়ে যাও না
ঐ অন্ধকার দিয়ে যাও না
ঐ অন্ধকার
তোমাকে একবার ছুয়ে বোঝাতে চাই
চেনা গান জলে ধুয়ে বোঝাতে চাই একবার
ঐ অন্ধকার একবার
ঐ অন্ধকার
No comments yet