LYRIC
Comments
Translated Version
চাঁদেরও ঈর্ষা হবে তোমায় দেখেসাগরের জোয়ার যে আজ থমকে যাবে
ও তনুর বাহার দেখে।।
স্নান শেষে জড়িয়ে থাকা শিক্ত চুলে
সূর্য কিরণ লেগেছে আজ মুক্তো জলে
এ আঁখি ভরলো প্রেমের পরাগ মেখে
ও তনুর বাহার দেখে।।
বাগিচায় ফুটলে গোলাপ দলে দলে
তুমি কাছে এলে যে হয় ম্লান সকলে
বিধাতা বিভোর হবে সৃষ্টি দেখে
ও তনুর বাহার দেখে।।
Anonymous
May 6, 2024 at 3:54 pm
nice song