LYRIC
Comments
Translated Version
চাঁদ কহে, চামেলি গো, হে নিরূপমা,ফিরালে গো যদি চলে যাই—-
যে কালিমা তুমি মোর করনি ক্ষমা
যাবার বেলায় বলে যাই।।
নীলিমার নিবিড় মমতা, মোর লাগি ছিল ধ্যানরতা
বিফল করিলু তারে নিঠুর ঘাতে
বহি আমি সে ব্যথা ছাড়াই।।
তোমার সুরভি মাখা কুঞ্জছায়ে পান্থ আমি যে এসেছিনু,
ভুলে যেয়ো যে রাগিণী ভাসানু বায়ে, ভুলে যেয়ো ভালো বেসেছিনু
পাতায় পাতায় বাজে মানা
‘যাও ফিরে হে পথিক না না’
অকারণে যদি প্রাণ সহসা কাঁদে
ফিরিয়া দেখিবে সে তো নাই।।
No comments yet