LYRIC
Comments
Translated Version
চৈতালি দিনে বৈশাখী দিনেমোর প্রাণসখা তুমি চলে যেয়ো না।
পাতা ঝরা সুরভিত ঝরঝর এমনি দিন,
কাছে থেকে হাতছানি দিয়ে ডাকা এমনি দিন,
চুপি চুপি কানে কানে কথা বলা দিন।
মৌমাছি যায় ঘিরে গুনগুনিয়ে
বউ-কথা পাখি যায় গান শুনিয়ে।
আঁধার আকাশ ঝলমল করে নাক সৌদামিনী,
তারায় তারায় চেয়ে থাকা ভুলে গেছে এ দামিনী,
পথ চেয়ে কেটে গেল কত রজনী।
No comments yet