LYRIC
Comments
Translated Version
চোখেতে শাওন গায় গুনগুনবাদল আসে যায় রুনঝুন।
কেন যে আসে বলো না।
নয়ন দুয়ার খুলেছে
দেউলে প্রদীপ জ্বলেছে
মুখ তুলেছে দ্বীপ জ্বলেছে
নয়ন দুয়ার খুলেছে
চোখ তো মনের ছবি
লিখছে কবিতা কবি
কি যে লেখে বলো না।।
হয়ত স্বপ্ন আসবে
ভিজে দুচোখে বসবে
ধীরে আসবে এসে বসবে
হয়ত স্বপ্ন আসবে
কোন সে গভীর নিশি
বাজায় দূরের বাঁশী
কেন যে ডাকে বলো না।।
উতল পরাণে লাগছে
পিউকে পাপিয়া ডাকছে
যেন লাগছে পিয়া ডাকছে
উতল পরাণে লাগছে
মন যে নিজের ভুলে
বসলো বিষের ফুলে
কেন যে বসে বলো না।।
No comments yet