LYRIC
Comments
Translated Version
ছিঃ ছিঃ ছিঃ এ কী কাণ্ড করেছি,আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি।।
দেখো না পড়েছি কি দারুণ ঝামেলাতে
নিজেরই এ বুকে ঘরেতে সামাল দিতে
ধাক্কা দিয়ে অন্য মনের দরজা খুলেছি ||
আমায় দেখে মুচকি হেসে বলে যে সবাই
নিজের গুণে কপালেতে নিজেই দিল ছাই |
তবে কি মরেছি হায় রে এই ফাঁদেতে।
No comments yet