LYRIC
Comments
Translated Version
বুনো অর্কিড হৃদয় তোমারআদিম হিস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার শুধু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
সভ্যতার খোলস ছেড়ে গুহামানবী আর মনবের মত
চেতনায় দাবানল জ্বালিয়ে রেখে
জঙ্গলে ভালবাসা…
চিত্রা হরিণের মত ছুটছো তুমি ছুটছি আমি বুনো উন্মাদনায়
সাপের চোখের মত চাওয়া পাওয়া
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
আলিঙ্গনে বিভোর বাসুকিলতা
হলুদ মুগ্ধতায়
শান্তস্বরবরে সচ্ছ জলে
জঙ্গলে ভালবাসা…
জোনাকির মালাতে সাজাবো তোমায়
আঁধারে ভেজা শাড়ীতে জড়াবো
শিকারির বুকচেরা চিৎকারে
জানিয়ে যাবে কুর্নিশ
জঙ্গলে ভালবাসা…
জঙ্গলে ভালবাসা…
বুনো অর্কিড হৃদয় তোমার
আদিম হিস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার শুধু তোমাকে ছুঁয়ে ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা…
No comments yet