LYRIC
Comments
Translated Version
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
যা কিছু পেয়েছি আমি,
তা আমার নয়।।
চিঠি যেন এসে গেছে,
ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো
হারালো যে কূল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
পাবে না তো খুঁজে কেউ
আমার খবর
মনের অনেক নিচে
দিয়েছি কবর
যদি কেউ আসে তবে
বোলো আমি নেই।।
চোখে জল আসবে
মনে পড়লেই
ফুটেছে আমার বুকে
ব্যথার বকুল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
No comments yet