LYRIC
Comments
Translated Version
জীবন পদ্মে স্পন্দিত হোকরামকৃষ্ণ সারদা নাম
অরুণকান্ত রুপভরা
অশ্র সরস করুক প্রাণ
ও ও ও ও
ক্লান্ত তৃষিত দূরের কন্ঠ
তৃপ্ত হোক কর আশিস
অন্ধকারের ভীতি হরণ
জাগাও তোমার মোহন ঠাম
ও ও ও ও
জীবন পদ্মে স্পন্দিত হোক
রামকৃষ্ণ সারদা নাম
অরুণকান্ত রুপভরা
অশ্র সরস করুক প্রাণ
মর্ত্য মাটিতে স্বর্গ আসুক
তোমার কৃপায় যুগাবতার
কুন্ঠিত হেরি লুন্ঠিত হিয়া
গাও হে দুগ্ধ শোকে প্রাণ
আ আ আ আ
জীবন পদ্মে স্পন্দিত হোক
রামকৃষ্ণ সারদা নাম
অরুণকান্ত রুপভরা
অশ্র সরস করুক প্রাণ
জীবন পদ্মে স্পন্দিত হোক
রামকৃষ্ণ সারদা নাম।
No comments yet