LYRIC
Comments
Translated Version
তোকে দেখে এক লুকে’ তেমন হারাবো ভাবতে পারিনি
খুজঁছি আমি হায়
মন গেল কোথায়
মন তো আমি ডিলিট করিনি ।।
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
মন জানে
কি জানে ?
সে জানে তুই ছাড়া বাঁচবো না
তাই বুঝি স্বপ্নেরা মাঝে মাঝে হায় বড় আনমনা
হাওয়াতে লিখেছি কত যে তোর নামে কবিতা
তাই বুঝি আজ হাওয়া কানে কানে বলে শুধু তোর কথা
তোর ভালোবাসা তোর কাছে আসা পাগল আমাকে করেছে
তোর হাসির রেশ স্বপ্নে লাগে বেশ সাত রঙ্গে মন যে ভরেছে
তোর চলার ঢং তোর ঠোটের রঙ আমায় হাত ধরে টেনেছে
তোর কানের দুল হাওয়ায় ওড়া চুল আমার বুকে ফিলিংস এনেছে
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
মন বলে
কি বলে ?
সে বলে ভালোবাসা তোরই নাম
তাই বুঝি চুপি চুপি তোকে ছুঁয়ে না বলে তোর হলাম
কত চেনা তবুও কেন যে তুই আজো অচেনা
চাঁদ ওকি জানে তার আছে কতটুকু নীল জোছনা
তোর পথে তে পা বাড়াতে চাই যাব রূপকথার পাড়াতে
হাত ধরে নে তুই মন বলে শুধুই পারবো না তোকে হারাতে
ঐ আঁচলে তোর ব্ল্যাক কাজলে তোর ফেঁসে গেছি সেই কবে থেকে
তোর গালের টোলা তোর নরম কোল করেছে ক্রেজি আমাকে
ম্যাড হলাম ফর ইচ আদার
প্রেম হলো যে ডাউনলোড
তুই আমার পাসওয়ার্ড সোনা
আমি সিকিউরিটি কোড
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
দেখবে আর জ্বলবে সব লোকে
সেলফি তুলে দেবো ফেসবুকে।।
জ্বলতে দে না
No comments yet