LYRIC
Comments
Translated Version
ঢাকের তালে কোমর দোলেখুশীতে নাচে মন,
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন।
মায়ের রুপে মন ভরে যায়
প্রনাম জানা ঐ রাঙা পায়
ওরে ধুনচি দু’হাতে নাচরে এখন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
(বল দূর্গা মায় কি-৪)
(আসবে আমার মা বছর পরে,
দু’চোখ তবু হায় জলে ভরে,
আসবে মা লক্ষ্মী ক’দিন পরে
মন যে তবু হায় কেমন করে)
আমি জানাবো মাকে জানাবো
আজ আমার এ মনের আশা
যেন এ মনে এই জীবনে
থাকে এমন এ ভালোবাসা
মায়ের ভাসান হবে রে আজ
চলছে বরন আরতি নাচ
ঢ্যাং কুরা কুর ঢ্যাং কুরা কুর
তোলরে মাতন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
আমি জানিনা কেন জানিনা
আজ নিজেকে নতুন লাগে
মন সেজেছে রং লেগেছে
এত খুশী দেখেনি আগে
আমি পেয়েছি ফিরে পেয়েছি
কত দিনের পরে এই হাসি
তাই মনে হয় শুধু মনে হয়
যেন এভাবে সুখে ভাসি
বরন শেষে সিঁদুর খেলা
থাকবে মন এ বিদায় বেলা
আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন
ঢাকের তালে কোমর দোলে
খুশিতে নাচে মন
আজ বাজা কাঁসর জমা আসর
থাকবে মা আর কতক্ষন
No comments yet