LYRIC
Comments
Translated Version
তুমি যেওনা , যেওনা হায় আমায় একা করেতুই বিহনে পরান বন্ধু যাবো আমি মরে ।
তুই যে আমার মন মহুয়া
তোর পিরীতেই জ্বলি
আমার মনের ফুল বাগানে
তুই য়ে গানের কলি ।
মনের কথা কেমন করে
তোমায় আমি বলি ।।
তুই যে আমার মাথারও কেশ
চিরল চুলের চেলি
নাকের নোলক, হাতের কাকন
কানের কর্নফুলি ।
মনের খাতায় আদর করে
রাখবো তোমায় তুলি ।
No comments yet