LYRIC
Comments
Translated Version
থাকবো না আর এই আবেসেচলরে মন আপন দেশে।
ভেবে দেখ মন তুই একবার
ভোলা মনরে, মনরে আমার
ভেবে দেখ মন তুই একবার
কেবা তুই আর কেবা তাহার
মিছে মায়ায় ডুবে রইলি।
কি পাওয়ার আশে।।
আগের মানুষ যেথায় গেল
সেথায় আমায় নিয়ে চলো।
ও দরদী দয়া করো
ডাকি আমি তোমারে।।
ফেলি একা যাবি একা
ভোলা মনরে, মনরে আমার
ফেলি একা যাবি একা
পথে পথে পেলি সখা
আসলে ভাই সবই ফাঁকা
দেখে স্বার্থ সে।
No comments yet