LYRIC
Comments
Translated Version
দরদী গো—কী চেয়েছি আর কী যে পেলাম
সাধের প্রদীপ জ্বালাতে গিয়ে
নিজেই আমি পুড়ে গেলাম !
সুখ নামে শুকপাখীটায় ধরতে গিয়ে
কিনেছি সোনার খাঁচা
যা কিছু সব বিকিয়ে
সোনার শিকল কেটে দিয়ে হায়
সে-পাখী আমার যায় উড়ে যায়
ভাবিনি সেই সে-আশার এই পরিণাম !
ভুল কী সে না-জেনে যাই মাশুল দিয়ে
হিসাবের শূন্য আমার
মেলেনি সব হারিয়ে ;
ললাট-লিখন লিখে বিধাতা
নাম কিনেছেন ভাগ্যদাতা
রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম !!
No comments yet