LYRIC
Comments
Translated Version
ধিন তাক কুড় ধিন তাকযায় যাক্ দিন যাক্ রে কেঁদে
ও মন ভোলে যা ভোলে যা তারে
কি পেয়েছ বা পাওনি তারে
শুধু ছন্দে-আনন্দে মন ভরে দে রে।।
এমন ঢেঙ কুড়া কুড় কুড় বাজে বাদ্যি ঢাকে
সে যে তোমায় ডাকে, সে যে আমায় ডাকে
পুরানো দিনের কথা কে মনে রাখে?
সাধের মন তরণী এ ঢেউয়ে দে ছেড়ে দে রে ।।
বকুল শিউলি পেতেছে ফুলের শয্যা বাহার
নববধূর সাজে সেজেছে রাত আবার
এখন তুমি আমি সবাই রাজার কুমার
বরণ করে তারে ঘরে নে তোলে নে রে।।
No comments yet