LYRIC
Comments
Translated Version
নদী চায় চলতে তাঁরা চায় জ্বলতেআমার এই মনটা চায় মনের কথা বলতে হায়।
তুমি কি শুনবে বলো না শুনবে কী।
নদীটির ঐ ধারা আকাশের ঐ তাঁরা
তুমি গুনবে কি তুমি গুনবে কী
পথের এই প্রান্তে কি আছে জানতে
সাথে কি চলবে আজ
পথের কাঁটা দোলতে হায়, নদী চায় চলতে
তুমি কি বুঝবে বল না বুঝবে কী।
হৃদয়ের কোনখানে, কথা হয় কোন গানে
তুমি গুনবে কি তুমি গুনবে কী
পথের এই প্রান্তে কি আছে জানতে
সাথে কি চলবে আজ
পথের কাঁটা দোলতে হায়, নদী চায় চলতে।।
No comments yet