LYRIC
Comments
Translated Version
অসম্ভবের যুগে জন্ম নিয়ে-সম্ভাবণার কথা বলছি,
মৃত্যুর নগ্ন নৃত্যের তালে-
নবজীবনের কথা বলছি
গল্পে গল্পে কতরাত কাটিয়েছি
রাত জাগা কষ্টের সাথে শুধু বেঁচে আছি- বেঁচে আছি…
স্বপ্ন স্বপ্ন বুকে নিয়ে শুধু বেঁচে আছি
নবজীবনের কথা বলছি
শতাব্দীর মোড়ে মোড়ে বটবৃক্ষের মত যারা দাড়িয়ে আছে বহুকাল ধরে
তাদের-ই ডাকে চলছি একা
ভেঙ্গে ফেলে যাব এই কাঁচেরই দেয়াল
রাত জাগা কষ্টের সাথে বেঁচে আছি
স্বপ্ন বুকে নিয়ে শুধু বেঁচে আছি নবজীবনের কথা বলছি
ব্যস্ত রাজপথে যারা মুষ্ঠিবদ্ধ হাতে
যারা চেয়েছিল সোনালী সকাল তাদেরই গান আজ গাইব আমি… গাইব আমি…
রাতজাগা কষ্টের সাথে শুধু বেঁচে আছি
রাতজাগা কষ্টের সাথে শুধু বেঁচে আছি
স্বপ্ন বুকে নিয়ে শুধু বেঁচে আছি… নবজীবনের কথা বলছি…
অসম্ভবের যুগে জন্ম নিয়ে-
সম্ভাবণার কথা বলছি,
মৃত্যুর নগ্ন নৃত্যের তালে-
নবজীবনের কথা বলছি
নবজীবনের কথা বলছি…
No comments yet