LYRIC
Comments
Translated Version
পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ-প্রিয়।চাহিতে যেমন আগের দিনে তেমনি মদির চোখে চাহিও।।
যদি গো সেদিন চোখে আসে জল,
লুকাতে সে জল করিও না ছল,
যে-প্রিয় নামে ডাকিতে মোরে
সে-নাম ধরে বারেক ডাকিও।।
তোমার বঁধু পাশে (হায়) যদি রয়,
মোরও প্রিয় সে, করিও না ভয়,
কহিব তা’রে, ‘আমার প্রিয়ারে
আমারো অধিক ভালোবাসিও।।
বিরহ-বিধুর মোরে হেরিয়া,
ব্যথা যদি পাও যাব সরিয়া,
রবো না হ’য়ে পথের কাঁটা,
মাগিব এ বর মোরে ভুলিও।।
No comments yet