LYRIC
Comments
Translated Version
চলো এগিয়ে যাববাঁধা মানি না
জয় হবেই হবে
ভয় করি না
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ
বায়ান্ন হোক আর একাত্তুর হোক
হেরেছি আমরা কবে
লাল সবুজের পতাকা আমাদের
সবার উপরে রবে
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ
বাঁধন হারা হয়ে প্রতিটি হৃদয়
যেনো আকাশ ছোঁবে
সোনার বাংলা আর হবে না পরাজয়
শুধু এগিয়ে যাবে
পৃথিবী অপলকে আজ দেখনা
বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ
কোটি প্রাণে একই ধ্বনি বাংলাদেশ
No comments yet