LYRIC
Comments
Translated Version
প্রেমের খেলা কে বুঝিতে পারে, ও বাতাসিপ্রেমের খেলা কে বুঝিতে পারে
প্রেম তো করা যায় না গো সই
প্রেম তো হয়ে যায়।। (বাতাসি, বাতাসি, বাতাসিরে)
পরাণ করে উড়ু উড়ু
মন করে হায় হায়
বুক ফাটে। তো মুখ ফোটে না
প্রেমের কথা বলি কারে।।
প্রেম তো করা যায় না গো সই
প্রেম তো হয়ে যায়।।
প্রেম তো করা যায় না গো সই
প্রেম তো হয়ে যায়।।
পরাণ করে উড়ু উড়ু
মন করে হায় হায়
বুক ফাটে। তো মুখ ফোটে না
প্রেমের কথা বলি কারে
প্রেমের খেলা কে বুঝিতে পারে, ও প্রাণনাথ
প্রেমের খেলা কে বুঝিতে পারে
মনে রেখো…
মনে রেখো প্রেমের আগুন পুড়িয়ে করে ছাই
বুঝলি বাতাসি, পুড়িয়ে করে ভস…।।
মনে রেখো প্রেমের আগুন পুড়িয়ে করে ছাই
শুধু লাঞ্ছনা গঞ্জনা আছে আর তো কিছু নাই
ভুতকে যদি ভুতে ধরে। ওঝ কী করিবে তারে।।
No comments yet