LYRIC
Comments
Translated Version
প্রেম যদি মোর অভিশাপ হলো তবেভাঙা বাসরের ঝরা মালা লয়ে বলো গো কী আর হবে ?
তোমার মনের প্রথম মুকুল
জাগাতে কেন যে হল এত ভুল——-
মধুমিলনের মায়াজাল কেন ঘুমাল সুদূর নভে ?
আঁখি খুলে দেখি তোমার নয়নে গভীর বিষাদ ছায়া,
মাধবীবনের মধুবসন্ত ভুলে গেছে মধুমায়া |
সবই আছে তবু কী যেন নাই
বারে বারে শুধু মনে হয় তাই
তুমি এসেছিলে আমার ভুবনে ব্যথার লগন যবে |
No comments yet