LYRIC
Comments
Translated Version
কিভাবে ছেড়ে গেলি তুইকতো স্বপ্ন ছিল দুজনার
রাত গুলো বাড়ছে আরও
আয় হাত খানি ধর না আবার
তুই বিনে মন লাগে না
তোকে ছাড়া আর পারিনা
ফিরে আয় ফিরে আয় আমার জীবনে
ফিরে আয় ফিরে আয় আমার এ জীবনে ।।
তোর নামে দু চোখে জল
তো তরে এই বুকে ঝড়
তোকে বলি আজ তবে শোন
পোড়া মন জ্বালাবে আগুণ
তুই বিনে মন লাগে না
তোকে ছাড়া আর পারিনা
ফিরে আয় ফিরে আয় আমার জীবনে
ফিরে আয় ফিরে আয় আমার এ জীবনে ।।
কিভাবে ছেড়ে গেলি তুই
কতো স্বপ্ন ছিল দুজনার
রাত গুলো বাড়ছে আরও
আয় হাত খানি ধর না আবার
তুই বিনে মন লাগে না
তোকে ছাড়া আর পারিনা
ফিরে আয় ফিরে আয় আমার জীবনে
ফিরে আয় ফিরে আয় আমার এ জীবনে ।।
No comments yet