web analytics

LYRIC

Comments

comments

Translated Version

মেঘবালিকা,,,,,প্রতিদিন মনে পড়ে তোর ই কথা,
কি করে থাকিস ভুলে আমাকে তুই
আমি তো ভুলিনি সেই দুঃখ ব্যাথা;
ফিরে আয় বুকে মেঘবালিকা,,,,,

মনে পড়ে যায়,কত বৃষ্টিস্নাতো সাঁঝ বেলাতে
হেঁটেছি দুজন হাত রেখে হাতে,
বুকের পাঁজর জুড়ে আজও তোরই ছবি আঁকা;
ফিরে আয় বুকে মেঘবালিকা,,,,,

মাঝে মাঝে ইচ্ছে জাগে তোকে ফিরে পায়
মন জাগানিয়া শেষে দিনে,
বলবো বলে জমা আছে লক্ষ কোটি কথা;
ফিরে আয় বুকে মেঘবালিকা,,,,,

মেঘবালিকা,,,,,প্রতিদিন মনে পড়ে তোর ই কথা,
কি করে থাকিস ভুলে আমাকে তুই
আমি তো ভুলিনি সেই দুঃখ ব্যাথা;
ফিরে আয় বুকে মেঘবালিকা,,,,,

Added by

mafiaguru

SHARE

WRITE A COMMENT

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO