LYRIC
Comments
Translated Version
বুকের মাঝে বাংলাদেশসকাল সাঝে বাংলাদেশ
বিজয়ের গল্প লিখে প্রার্থনাতে বাংলাদেশ
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে দিনে রাতে বাংলাদেশ
আলো আলো আলো জ্বলে উঠো মাঠে সবাই
জিতে জিতে জিতে উল্লাসে মাতে সবাই
লাল সবুজ পতাকা মেলেছি আকাশে
আকাশ ছোয়ার ইচ্ছেটা ওড়াও বাতাসে
এক চাওয়া এক পাওয়া সবার হৃদয়ে
বিজয়ের গল্প লিখে প্রার্থণাতে বাংলাদেশ
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে দিনে রাতে বাংলাদেশ
আলো আলো আলো জ্বলে উঠো মাঠে সবাই
জিতে জিতে জিতে উল্লাসে মাতে সবাই
হতাশা আর দুঃখটা সাজিয়ে যাও এর আনন্দে
এগিয়ে যাচ্ছ যাও এগিয়ে আগামী ছন্দে
এক চাওয়া এক পাওয়া সবার হৃদয়ে
বিজয়ের গল্প লিখে প্রার্থণাতে বাংলাদেশ
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে দিনে রাতে বাংলাদেশ
বুকের মাঝে বাংলাদেশ
No comments yet