LYRIC
Comments
Translated Version
হাজার কোটি প্রজাপতি যাবে তোমার ঐ বাড়িতেচন্দ্র হাতে দাঁড়িয়ে থেকো নিঝুম সে রাতে।
চাঁদের আলো দেখবে যখন, প্রজাপতির ডানায়
রক্ত দিয়ে লিখে দিয়েছি ভালোবাসি তোমায়,
ভালোবাসি বন্ধু ভালোবাসি, ভালোবাসি তোমায়
মনের আকাশে স্বপ্ন ভাসে
সুখের চাদরে তোমায় জড়াবো
স্বর্গের ভালোবাসা গড়িয়ে
তোমায় নিয়ে জীবন সাজাবো।
একটাই স্বপ্ন হৃদয়ে আমার
ভালোবাসি, ভালোবাসি তোমায়
ভালোবাসো না আমায়,
ভালোবাসি বন্ধু ভালোবাসি, ভালোবাসি তোমায়
সুখের ছোঁয়াতে এই মায়াতে
স্বপ্ন ডানায় দুজন উড়বো
বুকের ভিটাতে বাসর সাজিয়ে
সেই বাসরে দুজন থাকবো।
একটাই স্বপ্ন হৃদয়ে আমার
ভালোবাসি, ভালোবাসি তোমায়
ভালোবাসো না আমায়,
ভালোবাসি বন্ধু ভালোবাসি, ভালোবাসি তোমায়।।
No comments yet