LYRIC
Comments
Translated Version
ভুলিনী মা দূরে থেকেতোমায় ডেকেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
জন্ম থেকে জেনেছি গো
তোমাকে মা বলে,
তবু দেখ ভেসে গেলাম
আমি গাঙের জলে
শুধু তুমি ছাড়া
আরতো কেউ নেই যে আমার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় দেখেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
কোথায় ছিলাম,কেমন ছিলাম
সবি জান তুমি
যখন যেথায় রেখেছ মা
আছি তেমনি আমি
হাসিমুখে মেনে নিয়েছি
তোমার বিচার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি
বহু দিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ও ভুলিনী মা
এক পলকে কত কিছু
হতে পারে এখানে
যা হবে তা ভাল হবে
তুমি আছ যেখানে
মন্দ-ভাল সবেতে মা
তোমার জয় জয়কার
ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি;
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি;
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার,
ও ও ভুলিনী মা(২)
No comments yet