LYRIC
Comments
Translated Version
একা একা দাঁড়িয়ে থেকো স্বপ্নের বেলকনিতেদুষ্টু বালকের মত হেসে খেলে রাত ঘুমালে
জ্বলে জ্বলে যখন ক্লান্ত হবে
রাজপথে নিঃসঙ্গ নিওন
তখন তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন।।
শেষ ট্রেনের হুইসেল যখন অতিতে হারিয়ে যায়
আমার গল্প মৌনতায় নিরব ভাষা পায়
তোমার খোলাচুলে খেলবে জোনাকিরা আঁধার ভেবে
আমার সৃষ্টি তোমাকে আপন করে নেবে
মধ্যরাতের ডাকপিয়ন।।
কবরের বুনোঝোপে যখন বাতাস
চুপচাপ দাঁড়িয়ে রবে নিশাচর পাখিদের কান্নায়
স্মৃতি সুখতারা হবে
হারানো পৃথিবীর হারানো সুরে
নীলাভ মিলনমেলা
তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন।।
মধ্যরাতের ডাকপিয়ন।।
একা একা দাঁড়িয়ে থেকো স্বপ্নের বেলকনিতে
দুষ্টু বালকের মত হেসে খেলে রাত ঘুমালে
জ্বলে জ্বলে যখন ক্লান্ত হবে
রাজপথে নিঃসঙ্গ নিরব
তখন তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন।।
No comments yet