LYRIC
Comments
Translated Version
মনে করো আমি নেই বসন্ত এসে গেছেকৃষ্ণচূড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে
শুক্লাতিথীর ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছ ভাল কি বেসে গেছে।।
যেন মনে লাগে দোলা সেই
দোলা লাগে বিনা কারণেই
শুধু মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা সেই।
হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়ায় লেখে তার ডাকাডাকি
তুমি সেই লগনে ভরো আপন মনে
এমন হাসি কে হেসে গেছে।।
No comments yet