LYRIC
Comments
Translated Version
হু…মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি!
আসবে কি…
আমি শুনবো কিছু বলবো, কিছু স্বপ্ন চোখে ভাসবে কি!
বনে স্বর্ণচাপা ফুটবে দু’টি একটি তারা উঠবে
ওরা হয়তো সেই লগ্নে চেয়ে দেখবে মৃদু হাসবে কি!
ঐ ক্লান্ত নীড়ে পান্থ পাখী ফিরবে গান থামবে
কাছে আমরা বসে থাকবো ছায়া ঘিরবে রাত নামবে
আরও শুনতে তুমি চাইবে, আরও বলতে গান গাইবে
আধো লজ্জায় হাসি তুলবে, দেখে তাই যে ভালবাসবে কি!
No comments yet