LYRIC
Comments
Translated Version
মন বলে কাছে তুমি ডাকবেসারাদিন পাশে পাশে থাকবে
এলোমেলো ভাবনার মনেতে
সুখময় ছবিগুলো আঁকবে।।
সূর্যটা ঐ দিগন্ত পেড়িয়ে
কখন যে একলা গেছে হারিয়ে, হারিয়ে।
ক্ষতি নেই, ক্ষতি নেই
ক্ষতি নেই জানি এই তীথিকে
তুমি তবু আলো করে রাখবে
শুধু রাত দিন, শুধু রাত দিন।।
মন বলে ওগো অনন্য উপমা
আজ কোন কবিতা লিখি দুজনায়, দুজনায়।
হয়ত, হয়ত, হয়তবা অভিসারী হৃদয়ে
চিরদিন মধুময় লাগবে, শুধু লাগবে
শুধু লাগবে, শুধু লাগবে।।
No comments yet