LYRIC
Comments
Translated Version
[মাধবী ফুটেছে ঐকি
আমি বলছি – মাধবী ফুটেছে ঐ
তাঁরা সবে উঠেছে ঐ – হা
তো, আমি কী বলো তোমার নই]
না না না, না না না
ও … মাধবী ফুটেছে ঐ হে…
তাঁরা সব উঠেছে ঐ – হে…
ও… আমি কী তোমার নই।।
শোন সর ছাড় মান না যা বলি
লাজে আমি হায়, মরমে যে জ্বলি।
তুমি না থাকলে পাশে
বেধে যেন কাঁটা বুকে
আমি কি যে জ্বালা সই
(আচ্ছা) তবু কাছে আস কই (কেন)
ও… আমি কী তোমার নই।।
তুমি যে জানি মোর চির আনন্দ
তুমি তো ফুলে ওগো মধুপের ছন্দ।
পারি সব জানতে চাও
আরো কাছে টানতে আমি
তাই দূরে সরে রই
(আচ্ছা) ও… মানবে যে কথা কই
(কি) ও… আমি কী তোমার নই।।
আচ্ছা ছাড় তো না যেতে দাও না
শুধু এই খুলে বলো ভাল কী চাও না।
বাহায়া হয়েছি আমি
প্রেম করে প্রিয় ওগো
তাই তো আকুল হই
(কি) বলবে কি গো আর (হে)
রাত দুজনার আর (হে হে)
জানি সোমবার আজ (আরে বাবা হে)
তুমি তো আমার আজ (হে না না না …)
No comments yet