LYRIC
Comments
Translated Version
মায়া নদী কেমনে যাবি বাইয়াও নাইয়া ….মায়া নদী কেমনে যাবি বাইয়া
ও রঙ্গিলা দেশের নাইয়া …..
মায়া নদী ……..(2)
ও নাইয়া ………..ও নাইয়া …..
এই না নদীর বাকে বাকে কুমির থাকে ঝাকে ঝাকে
সেই কুমিরে ফেলবে তোরে খাইয়া
ও নাইয়া ….সেই কুমিরে ফেলবে তোরে খাইয়া
বিবেক হলুদ গায়ে মাইখা …বিবেক হলুদ গায়ে মাইখা
অনাসে যাও না পারি দিয়া ….ও রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে ……..(2)
ও নাইয়া ………ও নাইয়া …….ওরে এই নদীর তিনটি ঘাট
ছায়ামনি ধৈরা সেথা তাদের রূপ দেখিয়া যেওনা ভুলিয়া
তাদের রূপ দেখিয়া ভুইলা গেলে ..এ ..নাইয়া রূপ দেখিয়া ভুইলা গেলে
মরবি শেষে পার খাটায় কালিয়া
ও রঙ্গিলা দেশের নাইয়া ….মায়া নদী ……
ও নাইয়া …….এই না নদীর হুমার জোটে
পার ভাঙ্গিয়া পানি ছোটে
কত সাধের বাগান গেল রে ভাসিয়া
ও নাইয়া …সাধের বাগান গেল রে ভাসিয়া
কত সাধুর জনা ডুবে মরে রে নাইয়া …কত সাধুর জনা ডুবে মরে রে নাইয়া
এই নদীর হাবুডুবু খাইয়া
ও রঙ্গিলা দেশের নাইয়া …..মায়া নদী …..
No comments yet