LYRIC
Comments
Translated Version
মোর ভীরু সে কৃষ্ণকলি,কেন ফুটিয়া ঝরিতে চায়রে
কেন কৃষ্ণ অলির গুঞ্জন শুনে
শরমে মরিতে চায়রে।।
এই সংশয় কেন যায় না
পেয়ে তবু মন পায়না
মোর ফাগুনের বেলা অকারণে
কেন শ্রাবণে ভরিতে চায়রে।।
মন পিয়াসে সাজায়ে বাসর শয্যা
বলি বলি করি গোপন
কথাটি বলিতে কেন গো লজ্জা
কেন আঁধার শেষ হয় না
এই জ্বালা আর সয়না
জয় করা মালা ভয়ে ভয়ে মন
কন্ঠে পরিতে চায়রে।।
No comments yet