LYRIC
Comments
Translated Version
মৌজ উঠেছে সাগরে জুড়েসাতার নাহি জানি
ঐ পাড়ে মোর বসত বাড়ি
ছোট্ট কবর খানি
ঐ বাড়িটি ডাকছে আমায়
দিতে হবে সাড়া
আল্লাহ আল্লাহ…
দিন কেটে যায় রাত কেটে যায়
হাসি খুশির গানে
একটি বারও হুশ এলো না
আমার অবুঝ প্রাণে
এবার দেখি চতুর্দিকে
শেষ বিদায়ের তাড়া ।
যখন আমার থাকবে না কেউ
তুমি হইয়ো সাথী
কবর দেশের অন্ধকারে
জ্বালিয়ে দিও বাতি
রোজ হাশরের ঘোর বিপদে
দিও আমায় ক্ষমা ।
No comments yet